Rayganj Accident

সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

জেলা

 বিশ্বনাথ সিনহা: রায়গঞ্জ

মঙ্গলবার গভীর রাতের পণ্য বোঝাই লরির সাথে বোলেরো গড়ির মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের বাড়ি রায়গঞ্জ ব্লকের ২ নং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামে। মৃতদের মধ্যে একই পরিবারের দুই সদস্য রয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৫ জন।

 আহতদের মধ্যে একজন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের রাতেই  শিলিগুড়িতে  স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটা ঘটেছে রায়গঞ্জ থানার  অভোর এলাকায় ১২ নং জাতীয় নবনির্মিত জাতীয় সড়কে।  গ্রামবাসী উজ্জ্বল বর্মন জানান, মঙ্গলবার মধ্যরাতে ফোর লেনের 

ওভারব্রিজে ট্রাক ও  বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে ঘুম ভাঙে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত দুই মহিলা সহ সাত জন ছিলেন। যাঁদের মধ্যে একজন মহিলা এবং একব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

 বাসিন্দারা জানান,  রায়গঞ্জ থানার তেঁতুলতলা থেকে একটা পারিবারিক সমস্যা মেটানোর জন্য দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের দিকে  যাচ্ছিলেন যাত্রীরা। সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। সুভাষগঞ্জ পেরিয়েই ভিটি মোড় এলাকায়  নবনির্মিত ফোর লেনের জাতীয় সড়কের ওভারব্রিজের কাছে শিলিগুড়ি গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এলাকার মানুষ রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেয় এবং আহতদের রায়গঞ্জ  মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

মৃতেরা হলেন অলক মন্ডল (৪৫)

দুলালি সরকার (৪২) অনিতা সরকার(৩৬) এবং গাড়ির চালক সঞ্জয় সরকার (৩৮) । মৃতদের প্রত্যেকের বাড়ি  জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কদমতলা গ্রামে। এছাড়াও নয়ন দাস এবং পঞ্চায়েত সদস্য মানস সরকার গুরুতর আহত হন।

Comments :0

Login to leave a comment