সংসারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন বুকে বেঁধে ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন। আড়াই মাসের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে ফিরছে এক তরুণ শ্রমিকের মৃত্যুতে। রাজস্থানে কাজ করতে গিয়ে ফের বহুতল থেকে পড়ে মৃত্যু হলো ধূপগুড়ির এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম সুমন রায়(১৮)। তাঁর অকাল প্রয়াণে ধূপগুড়ি ব্লকের কুশামারি এলাকা শোকস্তব্ধ। ফের একবার প্রকট হয়ে উঠল রাজ্যের কর্মসংস্থানের করুণ বাস্তবতা।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের কুশামারি এলাকার বাসিন্দা সুমন রায় আড়াই মাস আগে বড় ভাইয়ের সঙ্গে রাজস্থানে শ্রমিকের কাজে যান। শনিবার সেখানে একটি নির্মীয়মাণ বহুতলের ১৩ তলায় কাজ করার সময় আচমকাই নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। শনিবার এই দুঃসংবাদ বাড়িতে পৌঁছাতেই ভেঙে পড়ে পরিবার। জানা গিয়েছে, রাজস্থান থেকে মৃতদেহ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন তাঁর বড় ভাই। সুমন তিন ভাইয়ের মধ্যে মেজ। অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকে। বাবা-মা ও ছোট ভাইয়ের পড়াশোনার খরচ জোগাতে বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজ করতে যান এই তরুণ। প্রথম মাসের রোজগারের টাকা তিনি বাড়িতে পাঠিয়েছিলেন। দ্বিতীয় মাসের বেতন পাওয়ার কথা ছিল খুব শিগগিরই। কিন্তু সেই উপার্জন আর ঘরে পৌঁছাল না, তার আগেই থেমে গেল সুমনের জীবন।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দা মাধবী রায়ের অভিযোগ, রাজ্যে কাজের অভাবই তরুণদের বিপজ্জনক পরিযায়ী শ্রমে ঠেলে দিচ্ছে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতিই ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের প্রশ্ন, আর কতদিন এভাবে বাংলার যুবকদের জীবন ঝরে যাবে? শোকস্তব্ধ কুশামারি এলাকায় একটাই কথা বলছে নিজের রাজ্যে কাজের সুযোগ থাকলে হয়তো সুমনের এই করুণ পরিণতি হতো না।
Migrant Worker Dies
ভিনরাজ্যে বহুতল থেকে পড়ে ফের বাংলার শ্রমিকের মৃত্যু
×
Comments :0