JACK DORSEY

সরকার মুছতে বলেছিল কৃষক আন্দোলনের
পোস্ট, প্রাক্তন টুইটার প্রধানের অভিযোগ

আন্তর্জাতিক

কৃষক আন্দোলনকে ‘সেন্সর’ করতে চেয়েছিল নরেন্দ্র মোদী সরকার। সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে বারবার নির্দেশ দেওয়া হয়েছি কৃষক আন্দোলনের সমর্থনে পোস্ট মুছে দিতে। 

টুইটারের প্রাক্তন প্রধান জ্যাক ডরসি সাক্ষাৎকারে তুললেন এমনই অভিযোগ। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ডরসি বলেছেন, ‘‘আশ্চর্য হয়ে যেতাম যে কী মাত্রায় বিভিন্ন সরকার টুইট আটকানোর অনুরোধ করত। তবে তুরস্ক এবং ভারতের থেকে এমন অনুরোধ বেশি মিলত।’’ 

২০২০’তে দিল্লির কৃষক আন্দোলন চলেছে প্রায় এক বছর। নানা ভাবে ভাঙতে না পেরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে পিছু হটতে হয়। বাতিল করতে হয় তিন কৃষি বিল। 

ডরসি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘কেবল অনুরোধই নয়। ভারত সরকার হুঁশিয়ারিও দিয়েছিল। বলা হয়েছিল নির্দেশ না মানলে টুইটারের কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি হবে।’’ 

মঙ্গলবার ডরসির বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছেন সংযুক্ত কৃষক মোর্চার অন্যতম নেতা রাকেশ টিকায়েত। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমরা তো বারবারই বলেছি যে আমাদের স্বর বন্ধ করতে সব চেষ্টা সরকার করেছে। টুইটারের ওপর চাপ থাকা মোটেই অস্বাভাবিক নয়। সংস্থার প্রাক্তন প্রধানের অভিযোগ শুনে আশ্চর্য হচ্ছি না।’’ 

ডরসির বক্তব্য নিয়ে আলোচনা শুরু হওয়ায় মুখ খুলতে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে। পুরো অভিযোগই অস্বীকার করেছেন তিনি। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর বলেছেন, ‘‘টুইটারের সমস্যা হলো দেশের আইন না মেনে কাজ চালানোর। আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলায় রাজি হয়নি এই সংস্থা। তবে সরকার কাউকে ‘সেন্সর’ করতে বলেনি।’’

ডরসির অভিযোগ, সরকারকে অস্বস্তি ফেলে এমন পোস্ট মুছে দেওয়ার নির্দেশও মিলত নিয়মিত। মোদী সরকারের কাছে যে পোস্টগুলি অসহ্য ঠেকত তার বেশ কয়েকটি বিভিন্ন সাংবাদিকের হ্যান্ডেলের। 

২০২১-এ দায়িত্ব ছাড়েন ডরসি। ২০২২-এ সংস্থা কিনে নেন ধনকুবের এলন মাস্ক। 

 

Comments :0

Login to leave a comment