Fire Kolkata

মিন্টো পার্কের কাছে বহুতলে আগুন

কলকাতা

কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। পৌরছেছে দমকলও। মিন্টো পার্কের কাছে হাঙ্গারফোর্ড স্ট্রিটের ঠিকানায় এই বহুতলে আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থকে কোনওভাবে আগুন লাগে। এই এলাকা জনবহুল। জানা গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন