অনূর্ধ্ব ১৭ রিলায়েন্স ইউথ লিগে বুধবার ছিল ডার্বি ম্যাচ। বড়দের পর এবার ছোটদের ডার্বিতেও জয় তুলে নিল মোহনবাগান। আদিত্য মন্ডলের গোলে ডার্বিতে এল তিন পয়েন্ট।মোহনবাগান মাঠে ডার্বি জিতল মোহনবাগান। এই কদিনে মোট ৩ টি ডার্বির রঙই হল সবুজ মেরুন। অনূর্ধ্ব ১৫ , আইএসএলের ডার্বি এবং অনূর্ধ্ব ১৭ র ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান।
MOHUN BAGAN
ছোটদের ডার্বিতেও জয় মোহনবাগানের
×
Comments :0