আইএসেল'র ম্যাচে কিশোর ভারতীতে চেন্নাইয়ের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালো মহামেডান। ২ -০ গোলে পিছিয়ে থাকার পরেও ম্যাচের শেষের দিকে ২টি গোল শোধ দেন কাশিমভরা। ম্যাচের ১০ মিনিটে লালদিনপুঁইয়া ও ৪৯ মিনিটে ব্রামবিলার গোলে পিছিয়ে ছিল মহামেডান। প্রথমার্ধে একটি পেনাল্টিও মিস করেন কাশিমভ। পরিবর্ত হিসেবে নামা মানভির সিং ৯০+৫ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান। ম্যাচে প্রায় ১২ মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছিল। লালদিনপুঁইয়া বক্সের মধ্যে ফাউল করায় লাল কার্ড দেখেন ম্যাচের ৯০+১০ মিনিটে। ৯০+১২ মিনিটে ফানাই পেনাল্টি থেকে গোল করে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট দিলেন মহামেডানকে।
Mohammedan Sporting
আইএসএলে দুরন্ত পারফরম্যান্স মহামেডানের
×
Comments :0