সরকারের আচরণের প্রতিবাদে ধর্মঘট শুরু করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার হাসপাতালের অ্যানেস্থেশিয়া এবং গাইনিকোলজি বিভাগের জুনিয়র চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছেন। চিকিৎসক আন্দোলনের নেতা ডা. সুবর্ণ গোস্বামী জানিয়েছেন অন্য বিভাগের জুনিয়র চিকিৎসকরাও শুক্রবার সকাল থেকে শামিল হবেন ধর্মঘটে। ডা. গোস্বামী বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রী এবং সরকার ভেজাল স্যালাইন এবং ভেজাল ওষুধের দিকে নজর না দিয়ে চিকিৎসকদের দায়ী করছেন। সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর নীতি নির্ধারকরা, যাঁরা ওষুধপত্র কেনাকাটার সিদ্ধান্ত নেন, তাঁদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখছে। যারা জাল ওষুধ সরবরাহ করছে তার বিরুদ্ধেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’’
এই চিকিৎসক বলেন, ধর্মঘটে শামিল জুনিয়র ডাক্তারদের প্রতি পূর্ণ সংহতি রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স।
চিকিৎসকদের মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্সের প্রতিনিধিদল শুক্রবার যাচ্ছে মেদিনীপুর মেডিক্যালে।
বৃহস্পতিবারই এই মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের পথে যাচ্ছে সরকার। গত বৃহস্পতিবার থেকে প্রসূতিদের সমস্যা শুরু হয় এই হাসপাতালে। এক প্রসূতি মারা যান। তিনজনকে ভর্তি করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। গোটা ঘটনায় নিষিদ্ধ স্যালাইন ঘিরে ক্ষোভ তীব্র। সরকার যদিও এই নিষিদ্ধ স্যালাইন সরবরাহের প্রসঙ্গ এড়িয়ে যেতে উঠেপড়ে নেমেছে। কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে চিকিৎসকদের।
ডা. সুবর্ণ গোস্বামী বলেছেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও সাসপেনশনের অর্ডার এখনও লিখিতভাবে পাঠায়নি স্বাস্থ্যভবন।
Medinipur Medical Saline Doctor's Strike
মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে ধর্মঘটে মেদিনীপুরের জুনিয়র ডাক্তাররা
×
Comments :0