উদ্বোধনী অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করছেন ভারতীয় গণনাট্য সঙ্ঘের শিল্পীরা। জ্যোতি বসু সমাজবিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের প্রথম পর্বে নতুন ভবনের উদ্বোধনের কাজ শুরু হবে কিছু পরেই। জ্যোতি বসু নগর (নিউ টাউন)-এ এই প্রাঙ্গণে রয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্যরা। মঞ্চে আসীন পলিট ব্যুরো সদস্যরা। রয়েছেন সমাজবিজ্ঞান কেন্দ্রের সভাপতি বিমান বসু ও সম্পাদক রবীন দেব। রয়েছেন প্রবীণ সিপিআই(এম) নেতা গৌতম দেব। রয়েছেন মীরা ভট্টাচার্যও। রয়েছেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
সিপিআই(এম)’র ডাকে সাড়া দিয়ে বহু অংশের আর্থিক সহায়তায় হয়েছে এই কাজ। শুক্রবার জ্যোতি বসুর প্রয়াণ দিবসে এই অনুষ্ঠানে হাজির হয়েছেন নানা প্রান্তের মানুষ।
এই পর্বের উদ্বোধন করবেন সিপিআই(এম) পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর প্রকাশ কারাত। ঠিক এক বছর আগে এখানেই ভিত্তি প্রসতর স্থাপন করেছিলেন পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রয়াত হয়েছেন তিনি। তবে এক বছরের মধ্যেই নতুন ভবনের কাজ শেষ হয়েছে।
Comments :0