সপ্তসিন্ধু পাড় করার নেশায় জড়িয়ে পড়া পূর্ব বর্ধমান জেলার কালনার সাঁতারু সায়নী দাস পেলেন জাতীয় পুরস্কার। শুক্ররবার নয়়া দিল্লিতে তেনজিং নরগে অ্যাডভানচার পুরস্কার এবং ১৫ লক্ষ টাকা রিওয়ার্ড মানি তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই পুরস্কার পেয়ে সায়নী দাস ও তাঁর পরিবার সহ কালনাবাসি খুবই খুশি।
সায়নী দাস সপ্তসিন্ধু পার করার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে নিউজিল্যান্ডের কুক স্ট্রেইট চ্যানেল এবং নর্থ চ্যানেল পার হন। ইতিপূর্বে সায়নী দাস ২০১৭ সালে ইংলিশ, ২০১৮ সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট এবং ২০১৯ সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল জয় করেন। এই চ্যানেলগুলি জয়ের পর ২০২২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪৪ কিমি দীর্ঘ মলোকাই চ্যানেল জয় করেন। পরের লক্ষ্য জিব্রালটার চ্যানেল। এই জিব্রাল্টার প্রণালি পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালি। এটি উত্তর আফ্রিকা দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। এই প্রণালির উত্তর দিকে স্পেন এবং ব্রিটিশ শাসিত জিব্রাল্টার। আর দক্ষিণাংশে রয়েছে আফ্রিকার মরক্কো এবং সেউটা নামক স্প্যানিশ অঞ্চল। প্রণালিটি ৬০ কিলোমিটার দীর্ঘ এবং এর প্রস্থ অবস্থানভেদে ১৩ থেকে ৩৯ কিলোমিটার হতে পারে। প্রণালির মধ্য দিয়ে একটি ৮ কিলোমিটার প্রশস্ত ও ৩০০ মিটার গভীর চ্যানেল চলে গেছে।
Swimmer Sayani Das
জাতীয় পুরস্কার পেলেন সায়নী দাস
×
Comments :0