বইকথা | নতুনপাতা
শিশু- সাহিত্যে খুকুদের নিয়ে আরও বেশি গল্প লেখা চাই
অমল কর
ঈশপের গল্প, পঞ্চতন্ত্র, হিতোপদেশ,মোল্লা নাসিরুদ্দিনের গল্প, ঠাকুমার -ঠাকুরদার গল্প,পাশ্চাত্যের রূপকথা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,সুকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায় প্রমুখের গল্পে যতটা রাজপুত্র, রাক্ষসখোক্ষস, যুদ্ধ পক্ষীরাজ ঘোড়া, রোমাঞ্চ বা লালকমল নীলকমল, বুদ্ধু ভূতম ইত্যাকার বিষয় এসেছে __খুকুদের নিয়ে, মেয়েদের নিয়ে গল্প লেখা হয়নি বললেই চলে। খুকুমণির ছড়া থেকে পুণ্যলতা চক্রবর্তী, লীলা মজুমদার, নলিনী দাশ,
গৌরী ধর্মপাল , নবনীতা দেবসেন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রমুখের বেশকয়েকটি গল্প মেয়েদের নিয়ে লেখা রয়েছে,যদিও তুলনায় খুব কম।
শব্দ চয়নে বাক্য গঠনে আখ্যান বুননে প্রয়াত কথাকার প্রমোদ পুরকাইত তাঁর " যীশু যখন বড়ো হবে" __ছোটোদের মনোরঞ্জন আর তাদের চিত্তের ঐশ্বর্য বৃদ্ধির জন্যে ১১ টি গল্পে, মুনশিয়ানার ছাপ রেখেছেন । পরিবেশ, জীবজন্তুর প্রতি ভালোবাসা, কিশোর মনের
অনন্ত প্রশ্ন, কিশোরীর গোয়েন্দাগিরি, গুল আর গপ্পের মজা, ভূতের গল্প ইত্যাদি আখ্যান লেখক শৈলী আর মনস্তত্ত্বে সুন্দরভাবে তুলে ধরলেও,এই গ্ৰন্থেও খুকুচরিত্র তুলনায় উপেক্ষিত।
ছিমছাম বাঁধাই ,পারিপাট্য মুদ্রণ ,নান্দনিক সৌকর্যে
প্রচ্ছদ ,গ্ৰন্থটি শিশু- কিশোরদের পাশাপাশি বড়োদের কাছেও চিত্তাকর্ষক। ৫ ফর্মার এই গ্ৰন্থটি পাঠকপ্রীতি প্রাপ্য।
যীশু যখন বড়ো হবে,
প্রমোদ পুরকাইত,
নিখিল ভারত শিশু সাহিত্য সংসদ,
ক্রান্তিক, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট,
কলকাতা ৭০০০৭৩।
দাম ৫০ টাকা।
Comments :0