জলের হাহাকারে রাস্তা অবরোধ তপনের লস্কর হাটে। ছুটে আসে পুলিশ প্রশাসন কিন্তু অবরোধ তুলতে গ্রামবাসীরা নারাজ। প্রয়োজনে গ্রেফতার হতে রাজি বিক্ষোভকারিরা। সোমবার সকালেই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আউটিনা পঞ্চায়েতের লস্কর হাটে অন্তত শতাধিক গ্রামবাসী বিক্ষোভ শুরু করে পানীয় জলের দাবিতে। গ্রামবাসীরা বলেন পানীয় জলের অভাবে শিশু, গর্ভবতী মহিলা সহ ছাত্র ছাত্রীরা ভীষণ অসুবিধের মধ্যে পড়ে। তারা অভিযোগ করেন দশ বছর আগে বর্তমান শাসক দল জলের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু জল পায়নি গ্রামবাসী। পাঁচ বছর আগে বর্তমান কেন্দ্র সরকারের সাংসদের দলের নেতারাও গিয়ে জলের কথা বলেছিল কিন্তু সেই একই অবস্থা। এদিন বিক্ষোভকারিরা জানায় জলের অভাবে তারা বাধ্য হয়ে পুকুরের জল রান্না ও খাওয়াতে ব্যাবহার করে। গ্রামবাসী বুধরাই হাসদা, মিলন টুডু, শর্মিলা মার্ডি জানায় নিমগাছি , মাঝিপাড়া, বোড়ডাঙ্গা, ঢিকিডাঙ্গা, ঘুটুপাড়া সহ অন্তত সেই এলাকার কুড়িটি গ্রামের কুড়ি হাজার গ্রামবাসী বর্ষার তিন মাস বাদে সারা বছরই জলের অভাবে ভীষণ কষ্ট পায়। তারা বলেন বাধ্য হয়ে মহিলারা প্রায় এক দেড় কিলোমিটার দূরে মাঠের সাবমার্সাল পাম্প থেকে হাঁড়ি কলসি করে পানীয় জল নিয়ে আসে। এদিন গ্রামবাসীদের অনড় মনোভাবে তপন ব্লকের বিডিও বিক্ষোভ স্থানে এসে অস্থায়ী ভাবে জলের ট্যাংক পাঠিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা বিডিওকে বলেন অস্থায়ী ভাবে কতদিন গ্রামে ট্যাংকি করে জল দেবেন ? দুই এক দিন পরতো সেটাও বন্ধ হয়ে যাবে। এদিন গ্রামবাসীরা বলেন স্থায়ী জলের পাইপ লাইন বাড়ি বাড়ি চাই। বিক্ষোভ সকালে শুরু হলেও প্রখর রোদ উপেক্ষা করে চলে দুপুর পর্যন্ত। পরবর্তীতে বিডিও সহ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠলেও গ্রামবাসীরা হুঁশিয়ারি দেয় আগামী তিন মাসের মধ্যে স্থায়ী ভাবে পানীয় জল গ্রামে না পৌছালে বিডিওকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে রাখা হবে।
Water Crisis
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ বালুরঘাটে
×
Comments :0