AFC Challenge League

যোগ্য জবাব দেবে দিমি, ফোকাসড অস্কার

খেলা

Eastbengal vs arkadag AFC Challenge League

আগামী বুধবার যুবভারতীতে আর্কাদাগের বিরুদ্ধে এ এফসি চ্যালেঞ্জ লিগে নামবে ইস্টবেঙ্গল। যুবভারতীতে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার। তিনি বলেন ' এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব। কাল আশা রাখছি ভালো খেলা হবে। আমরা বেশি ভাবতে চাইনা। প্রতিপক্ষ দল যথেষ্ট শক্তিশালি। আমাদের জন্য খুব কঠিন ম্যাচটা ' । আইএসএল থেকে ছিটকে যাওয়ার পর সুপার কাপ ও এএফসিতে ভালো ফল করতে চান অস্কার । এবিষয়ে তিনি জানান ' এটা আমাদের হোম ম্যাচ। ওরা অন্য দেশ থেকে এসেছে । ওদের দেশের আবহাওয়া আলাদা । এটা আমাদের জন্য একটু হলেও এডভান্তেজ হতে পারে। এই মুহূর্তে আমাদের ফোকাস চ্যালেঞ্জ লিগ '। আগস্টে তুর্কমেনিস্তানের দল অল্টিন আসেরের কাছে হেরেই এসিএল ২ যোগ্যতা অর্জন করতে পারেনি ইস্টবেঙ্গল । হাজারো সমস্যার মধ্যে চোটের কারণে বুধবারের ম্যাচে নেই আনোয়ার। এই দুই বিষয়ে অস্কার বলেন ' আল্টিন আসেরের থেকে এই দলটা একদমই আলাদা। আনোয়ার না থাকলেও আমাদের দলে আরো ২৫ জন প্লেয়ার আছে। অনেকেই সেন্টার ব্যক খেলতে পারে ' । সবশেষে ডিয়ামেনটেকোসকে নিয়ে ভালো সার্টিফিকেট দিয়ে তিনি জানান ' আগের ম্যাচে দিমির রিয়াকশন ভালো না হলেও ওই এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা । ওর উপস্থিতি দলের জন্য ভাল। কাল ওই মাঠে উপযুক্ত জবাব দেবে ' । বুধবার নিজের ষষ্ঠতম আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাই জয় উপহার দিতে চাইছেন অস্কার। 



 

Comments :0

Login to leave a comment