Elephant in Dhupguri

জলপাইগুড়ির পর ধূপগুড়ির গ্রামে দাপাচ্ছে ১১ হাতি

জেলা


জলপাইগুড়ির তিস্তার চরের পর এবার ধূপগুড়ি ব্লকের জলঢাকা নদী সংলগ্ন গ্রামের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে ১১টি হাতি।গধেয়ারকুঠি গ্রামপঞ্চায়েতের কুর্শামারি গ্রামে। গ্রামের  বাসিন্দারা ভোরে ঘুম থেকে উঠে দেখতে পারেন গ্রামের পাশে জল ঢাকা নদীর চড়ে ঘুরে বেড়াচ্ছে শাবক সহ প্রায় ১১টি হাতি।হাতিগুলি কিভাবে গ্রামের মধ্যে চলে এল তা নিয়ে চিন্তায় পরেছে বন কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান পাশেই রয়েছে গরুমারা জাতীয় উদ্যান সেখান থেকে সম্ভবত খাবারের সন্ধানে হাতির দলটি বেরিয়েছিল। ভোররাতে হাতি চিৎকার শুনতে পেয়ে গ্রামবাসীরা খবর দেন বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। ভোরবেলা ছুটে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের  কর্মীরা। এখনো গ্রামের পাশে নদীর চরে ঘুরে বেড়াচ্ছে হাতির দলটি যার ফলে নজরদারি চালাচ্ছেন বন কর্মীরা। সন্ধ্যার পর হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করবে বলেই খবর। গ্রামের বাসিন্দারা  বলেন  এখন শুখা মরসুম  নদীতে জলস্তর  কম তাই হাতিরা সহজেই নদী পারাপার করে গ্রামের ভিতরে ঢুকে  পরছে। কারণ গ্রামের সব জমিতে এখন পাকা ধান এবং আলু চাষ চলছে এছাড়াও হরেক শাক সবজি  রয়েছে তাই হাতির পাল গ্রামে আসছে। বন দপ্তর যদি এই হাতির  দল কে জঙ্গলে ফিরিয়ে দিতে না পারে তাহলে কৃষকের বিরাট ক্ষতি হয়ে যাবে।
ক্যাপশন- জলঢাকা নদীর পাশে কুর্শামারি গ্রামে হাতির দল।

 

Comments :0

Login to leave a comment