Israel Survey

ইজরায়েলের ৬১% বিশ্বাস করে না সরকারকে!

আন্তর্জাতিক

ইজরায়েলের নাগরিকদের ওপর করা একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে ৬১ শতাংশ নাগরিকই সরকারকে বিশ্বাস করেন না। জুশ পিপলস পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই)’র একটি সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে। 
সমীক্ষা প্রতিবেদন উল্লেখ করেছে যে গত দু’বছরের তুলনায় নাগরিকদের মধ্যে আস্থা সামান্য বৃদ্ধি পেলেও জনগণের একটি বড় অংশ এখনও বলছে যে তারা সরকারের উপর আস্থা রাখতে পারছে না। 
জেপিপিআই'র সিইও ডঃ শুকি ফ্রিডম্যান বলেন,  "প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি গুরুত্ব সহকারে এবং নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত।"
আমেরিকার রাষ্ট্রপতি ডোানল্ড ট্রাম্পের অন্যতম সাকরেদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা সংঘাতের পর্বেও দেশের নাগরিকরা বারবার রাস্তায় নেমেছেন তাঁর উগ্র রণনীতির বিরুদ্ধে। বারবার কথা উঠেছে যে দুর্নীতির বিচার থেকে নিজেকে আড়াল করতেই যুদ্ধ উন্মাদনা জিইয়ে রাখতে আগ্রহী নেতানিয়াহু।   
সমীক্ষায় প্রকাশিত ইজরায়েলী সামাজিক সূচক পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, ইজরায়েলের অধিকাংশ নাগরিকই ‘কাতারগেট’ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন। পাশাপাশি তাঁরা বিশ্বাস করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই মামলার তদন্ত করা উচিত। 
উল্লেখ্য, কাতারের থেকে পাঠানো অর্থ প্রধানমন্ত্রীর দপ্তরের বিভিন্ন স্তরে গিয়েছে বলে উঠেছে অভিযোগ। তা নিয়ে তোলপাড়ও হয়েছে।
ওই সার্ভেটিতে দেখা গেছে ৬১ শতাংশ উত্তরদাতা গোটা ঘটনাটিকে গুরুতর বলে মনে করছেন। তাদের মধ্যে ৪৪ শতাংশ এই ঘটনাটিকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও মত বিশিষ্টদের। বাকি ১৭ শতাংশ ঘটনাটিকে গুরুতর বলে বলে করলেও অতিরঞ্জনের সম্ভাবনা উড়িয়ে দেননি। 
ব্যক্তিগত দায়বদ্ধতার প্রশ্নেও  ৪৭ শতাংশ ইজরায়েলী বলেছেন যে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত করা উচিত। এই অংশ মনে করছে যে বিষয়টির সঙ্গে নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টাদের যুক্ত রয়েছেন। 
তবে ১১ শতাংশ মানুষ এই ঘটনায় নেতানিয়াহুকে জড়িত বলে মনে করলেও  বর্তমান রাজনৈতিক, সামাজিক এবং আইনি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আরেকটি তদন্ত না করাই ভালো হবে বলে মনে করছেন। 
বামপন্থী এবং মধ্যপন্থীরাই সবচেয়ে বেশি সংখ্যায় তদন্তের বিষয়টিকে সমর্থন জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment