ইরানের ওপর নতুন দফায় নিষেধাজ্ঞা জারি করল ইরান। আগে থেকেই ইরানের ওপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। ইরানের ভেতরে জনজীবন এবং অর্থনীতিতে গুরুতর অস্থিরতার পেছনে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাও অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।
আমেরিকার অর্থ দপ্তরের ওয়েবসাইটে নতুন একটি নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছে। এর আগে ইরানের সঙ্গে বাণিজ্যসম্পর্ক বন্ধ করতে তৃতীয় দেশের ওপরও নিষেধাজ্ঞা চাপিয়েছিল। বাড়তি ২৫ শতাংশ শুল্কের হুমকি দেওয়া হয়েছে ভারতের মতো ইরানের সঙ্গে লেনেদেন রয়েছে এমন সব দেশকে।
এই ঘোষণার কয়েক ঘন্টা আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানে দমনপীড়নের মাত্রা কমেছে। তাই আপাতত সামরিক হস্তক্ষেপের দিকে যাওয়া হবে না। তবে এই ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ রয়েছে।
ইরান তার কিছু আগেই জানিয়েছিল যে প্রতিবাদীদের মৃত্যুদণ্ড দেওয়ার যে একবর বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া হচ্ছে তা ঠিক নয়। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে আলাদা করে আলোচনায় বসছেন গত দু’দিন ধরে। তবে তিনি অভ্যন্তরীণ অস্থিরতার জন্য ফের ইজরায়েলকে দায়ী করেছেন।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেও এদিন সরকারি সম্প্রতি এবং সুরক্ষাবাহিনীর ওপর আক্রমণের জন্য ‘সশস্ত্র সন্ত্রাসবাদীদের’ দায়ী করেছেন।
এদিকে ভারত চব্বশি ঘন্টা আগেই ইরানে বসবাসরত নাগরিকদের ‘যে কোনও উপায়ে দেশ ছাড়ার’ নির্দেশ দিয়েছে।
এর আগে ইরান বলেছিল যে আমেরিকা হামলা করলে পালটা হামলা হবে। এরপরি মধ্য প্রাচ্যের কাতারে নিজেদের সবচেয়ে বড় সেনা ঘাঁটি থেকে সেনা সরাতে শুরু করে আমেরিকা। গত জুনে ইরানে আমেরিকার বোমাবর্ষণের পর পালটা হানা হয়েছিল আল উদেইদ সেনা ঘাঁটিতে।
US Sanction Iran
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপালো আমেরিকা
×
Comments :0