Trump - Machado

নিজের নোবেল শান্তি পুরষ্কার ট্রাম্পের হাতে তুলে দিলেন মাচাদো

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তার ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দিলেন। ট্রাম্পের মুখে ছিল বিজয়ীর হাসি, যা তার দীর্ঘদিনের নোবেল প্রাপ্তির আকাঙ্ক্ষারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্পের সাথে দেখা করার পর মাচাদো সাংবাদিকদের জানান, ভেনিজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে তিনি এই মেডেলটি তাকে উপহার দিয়েছেন। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে এই পুরষ্কারে স্বাগত জানিয়েছেন। এই প্রথম কোন নোবেল বিজয়ী স্বেচ্ছায় নিজের মেডেল অন্য কাউকে দিয়ে দিলেন। অন্যদিকে ট্রাম্প এই উপহারটি গ্রহণ করেছেন এবং মেডেলটি হোয়াইট হাউসেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি মার্কিন অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর সেই দেশের বিরোধী নেত্রী মাচাদো এই পদক্ষেপ নিলেন।
মাচাদো মেডেলটি ট্রাম্পের হাতে তুলে দেওয়া নিয়ে নরওয়েজীয় নোবেল ইনস্টিটিউট এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তাদের কথায়, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা কখনও প্রত্যাহার করা, ভাগ করা বা অন্য কাউকে হস্তান্তর করা যায় না।’ 
ইনস্টিটিউট স্পষ্ট করেছে যে, মাচাদো তার সোনার মেডেলটি কাউকে দিয়ে দিতেই পারেন, কিন্তু ইতিহাসের পাতায় ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে কেবল মারিয়া করিনা মাচাদোর নামই থাকবে। মেডেলটি হাতবদল হলেও খেতাবটি হস্তান্তরযোগ্য নয়।

Comments :0

Login to leave a comment