Maynaguri Pathashree

নিম্নমানের উপকরণ, ময়নাগুড়িতে 'পথশ্রী'র কাজ বন্ধ করলেন বাসিন্দারা

জেলা

নিম্নমানের উপকরণে রাস্তা নির্মাণের অভিযোগ, ময়নাগুড়িতে ‘পথশ্রী’ প্রকল্পের কাজ বন্ধ করলেন বাসিন্দারা| ছবি- কৌশিক দাম

কোটি টাকার সরকারি প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহার করে দায়সারা কাজের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ল ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আবাসতলি ও জুগিরডাঙ্গা এলাকায় ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের স্পষ্ট দাবি—কাজের মান নিশ্চিত না হলে কোনওভাবেই কাজ পুনরায় শুরু করতে দেওয়া হবে না।

পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, সাপটিবাড়ি হাসপাতাল বাজার শওলি ব্রিজ থেকে সুস্তিরহাট নস্করপাড়া আরআই অফিস পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার পাকা রাস্তা নির্মাণে বরাদ্দ করা হয়েছে ২ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ৩৩৫ টাকা। অথচ স্থানীয়দের অভিযোগ, এত বড় বাজেটের প্রকল্পে অত্যন্ত নিম্নমানের পিচ ব্যবহার করা হচ্ছে। নিয়ম মেনে রোলার চালানো হচ্ছে না, দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় জল। উন্নত যন্ত্রের বদলে হাতে পিচ ঢালাই করায় দু’দিনের মধ্যেই রাস্তা ফেটে যাচ্ছে, উঠে আসছে আলগা পিচ।
এলাকার বাসিন্দা আজাহার ইসলাম বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী যাতায়াত করে। এভাবে কাজ হলে কয়েক মাসের মধ্যেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”

এ বিষয়ে সিপিআই(এম) ময়নাগুড়ি দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক বিমল রায় বলেন, “জনগণের ট্যাক্সের টাকা লুট করার জন্য শাসক দলের মদতে নিম্নমানের কাজ চলছে। সিপিআই(এম) এই দুর্নীতির বিরুদ্ধে শুরু থেকেই সরব। অবিলম্বে কাজের গুণমান পরীক্ষা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।”

ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুদমত রঞ্জন রায় অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “ঘটনার খবর পেয়েছি। নিম্নমানের কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।

Comments :0

Login to leave a comment