কবিতা
মুক্তধারা
একটা ব্যঙ্গাত্মক সকাল
অয়ন মুখোপাধ্যায়
২০২৬ জানুয়ারি ১৪ | বর্ষ ৩
আজ সকালে
স্টক এক্সচেঞ্জের গ্রাফটা
হঠাৎ চিৎকার করে উঠেছিল—
যেন লোহার পাত
হৃদয়ের গায়ে ঘষছে।
বাজারের মাঝে
দাঁড়িয়ে আছে
এক জনহীন ছায়া।
কারও নয়;
তবু সবার।
মানুষগুলো তাকে
দেখেও দেখল না।
ছায়াটা
একটানা একই কাজ করছিল—
চুপচাপ
শুধু
একটা দরজার সামনে দাঁড়াচ্ছিল,
যেটা
খুলতেই চাইছিল না।
দরজার ওপারে
একটা লাল আলো
হয়তো টিমটিম করছিল,
কিন্তু
সেটা নিশ্চিত কিনা
কেউ জানে না।
আমি হাঁটতে হাঁটতে ভাবলাম—
বিপ্লব মানে কি
শেষমেশ এটাই—
একটা ছায়া,
একটা দরজা,
একটা আলো—
যেটাকে
কেউ চোখে দেখে না
কিন্তু
হৃদয় অনবরত খুঁজে ফেরে?
রাস্তার ওপরে
একটা পুরোনো পোস্টার
হাওয়ায়
শব্দ না করে ছিঁড়ে গেল—
তার ছেঁড়া দাগে
আমি দেখলাম
নতুন রং।
নামহীন।
কিন্তু ভবিষ্যতের মতো
ধৈর্যশীল।
Comments :0