Fali S Nariman

প্রয়াত প্রবীণ আইনজীবী ফলি এস নারিমান

জাতীয়

প্রয়াত সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তথা প্রখ্যাত আইন বিশেষজ্ঞ ফলি এস নরিমান। বুধবার সকালে দিল্লির বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৫৷ পেয়েছিলেন পদ্ম সম্মান।
১৯৯১ সালে পেয়েছেন পদ্মভূষণ ২০০৭ সালে পদ্মবিভূষণ পান তিনি। ২০০২ সালে পেয়েছিলেন গ্রুবার পুরস্কার। ৯১৯১ থেকে ২০১০ পর্যন্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি।  রাজ্যসভার সদস্য ছিলেন ১৯৯৯ থেকে ২০০৫  সাল পর্যন্ত। 
১৯২৯ সালের ১০ জানুয়ারি বিশিষ্ট আইনজীবী ফলি এস নারিমান মায়ানমারে এক পার্সি পরিবারে জন্ম গ্রহণ করেন। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৫০ সালে এলএলবি-তে প্রথম হয়েছিলেন মুম্বাইয়ের সরকারি আইন কলেজে থেকে। অনুশীলন শুরু মুম্বাই হাইকোর্টে। ১৯৭১ সালে সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী হিসেবে নিযুক্ত হন। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ এই তিন বছর অতিরিক্ত সলিসিটর জেনারেলের দায়িত্ব সামলেছিলেন তিনি। ১৯৭৭ সালে দেশে জরুরি অবস্থা ঘোষণার প্রতিবাদ জানিয়ে সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
৩৭০ ধারা প্রত্যাহারে কেন্দ্রীয় সিদ্ধান্ত বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তের সমালোচনা করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহলও।

 

Comments :0

Login to leave a comment