leopard

চিতাবাঘের দেহ উদ্ধারে চাঞ্চল্য বানারহাটে

রাজ্য জেলা

জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে মাঝবয়সি একটি চিতাবাঘের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে চা বাগানের হিন্দু পাড়া ডিভিশনের কাছে ঝোপের ভেতর দেহটি প্রথম দেখতে পান কাজে আসা শ্রমিকরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মরাঘাট রেঞ্জ অফিস ও বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার বনকর্মীরা। তাঁরা দেহটি উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মৃত্যুটি কয়েক ঘণ্টা আগেই ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। বন দপ্তর জানিয়েছে, চিতাবাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই চা বাগান এলাকায় চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বনকর্মীরা জানিয়েছেন, এলাকায় অন্য কোনও বন্যপ্রাণীর উপস্থিতি বা চিতাবাঘটির সঙ্গে অন্য কোনও বন্যপ্রাণীর সংঘর্ষের সম্ভাবনা রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment