চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছেন। স্থানীয় প্রশাসন মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে সোমবার স্থানীয় সময় বিকাল ৪ টে নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৮ টা নগাদ।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী , দমকলের ৬৩ টি ইঞ্জিন এবং দমকল বাহিনীর ২৪০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন।
Comments :0