Gold Biscuits in Abdomen

পেটে সোনার বিস্কুট লুকিয়ে পাচার, ধৃত এক

জেলা

Gold Biscuits in Abdomen

ভারত-বাংলাদেশ সীমান্তে, তলপেটের ভিতরে লুকিলু আটটি সোনার বিস্কুটসহ এক ব্যক্তিকে আটক করেছে বিএসএফ।  বিএসএফের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১১২ ব্যাটালিয়নের সীমা চৌকি আমুদিয়ার জওয়ানরা ৮ টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করেছে। আটক সোনার বিস্কুটের ওজন ৯৩২ গ্রাম এবং যার আনুমানিক বাজার মূল্য ৫৪ লক্ষ ৭৮ হাজার ৮৫৫ টাকা। ধৃতের নাম মাদাই মন্ডল, উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ধৃত ব্যক্তি সোনার বিস্কুটগুলি তলপেটের ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র ৩০০ টাকার জন্য। বাজেয়াপ্ত সোনা ও ধৃতকে তাঁতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়। 


বিবৃতিতে বলা হয়েছে, কর্তব্যরত বিএসএফ জওয়ানরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে আমুদিমুয়া গ্রামের দিকে যেতে দেখে তাঁর পথ আটকায় জিজ্ঞাসাবাদের জন্য। মেটাল ডিটেক্টর পেটের নিচে ধরতেই আওয়াজ শোনা যায়। বিএসএফএর তরফে তাকে জিজ্ঞাসা করা হয় তলপেটে কিছু আছে কিনা। যদিও অস্বীকার করে। তাকে হাসপাতালে এক্স-রে করলে রিপোর্টে জানা যায় ওই ব্যক্তির তলপেটের নিচের ৮টি সোনার বিস্কুট লুকানো রয়েছে। যদিও পরে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায় দীর্ঘদিন সে এই কাজের সঙ্গে যুক্ত। বিস্কুটগুলো তাকে বাংলাদেশের এক বাসিন্দা দিয়েছিলেন। এই সোনা উত্তর ২৪ পরগনা জেলার বিথারির বাসিন্দা সুরেশের কাছে তুলে দিতে যাচ্ছিলেন তিনি। এই কাজের জন্য সে মাত্র ৩০০ টাকা পাবেন। 


 

Comments :0

Login to leave a comment