কাকদ্বীপে আইনের ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার আইনজীবীর চেম্বার থেকে সোনিয়া হালদার (২১) নামে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। কাকদ্বীপ থানার পুলিশ ছাত্রীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
স্থানীয় মানুষেরা জানান, কাকদ্বীপের প্রতাপাদিত্য অঞ্চলে কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলম’র চেম্বার থেকে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কলকাতা ল’কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া হালদার ওই আইনজীবীর কাছে প্র্যাকটিস করতে আসতেন। বুধবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়েছিলেন। বিকালে তাঁর পরিবার খবর পেয়ে গিয়ে দেখে আইনজীবীর চেম্বারে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহ। ঘটনাস্থলে পুলিশ আসে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে নিয়ে যায়। মৃত ওই ছাত্রীর ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় মৃত ওই ছাত্রীর পরিবারের আশঙ্কা আইনজীবীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল। মেয়ের মৃত্যুর ঘটনায় স্থানীয় কাকদ্বীপ থানায় আইনজীবী শেখ মানোয়ার আলম’র বিরুদ্ধে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্পর্কে টানাপোড়েনর কারণে আত্মহত্যা না খুনের ঘটনা পুলিশি তদন্তর দাবিতে সরব হয়েছেন ওই ছাত্রীর পরিবার।
Kakdwip
আইনের ছাত্রীর রহস্য মৃত্যু, কাকদ্বীপে চাঞ্চল্য
×
Comments :0