কালীপূজার রাতে আতশবাজি ও আলোর রোশনাইয়ের মধ্যেই বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ডুয়ার্সের বীরপাড়া। সোমবার সন্ধ্যায় বীরপাড়া বাজারের মহাত্মা গান্ধী রোডে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং বীরপাড়া থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া বাজারের মহাত্মা গান্ধী রোডের একটি দোতলা বাড়ির নীচের তলায় ভাড়ায় থাকা একটি দোকানে সন্ধ্যা সাতটা নাগাদ প্রথমে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়, কারণ আশেপাশে আরও বেশ কিছু দোকান ও বাড়িঘর রয়েছে।
আগুন লাগার খবর পেয়েই বীরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বাহিনীকে খবর দেয়। দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দোকানের ভেতরে থাকা একাধিক বাইক, যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জাম সহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, আগুন লাগার সময় বাড়িটির উপরতলায় বাড়ির মালিকের পরিবারের এক মহিলা আটকে পড়েছিলেন। তাঁকে পিছন দিক থেকে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের মতে, জনবহুল এলাকায় সময় মতো দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে আরও বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারত।
Fire
বড়সড় অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা ডুয়ার্সের বীরপাড়া

×
Comments :0