ফের দুজন ব্যাক্তিকে উদ্ধার করে মানবিকতার নজির তৈরি করলো হ্যাম রেডিও কলকাতা। কাকদ্বীপ এবং পশ্চিম মেদিনীপুর থেকে দুজন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে তারা উদ্ধার করলেন। সূত্রের খবর গত কয়েকদিন আগে কাকদ্বীপের বামানগর অঞ্চলে একজন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় কিছু মানুষ তাকে উদ্ধার করে স্থানীয় বামানগর ওয়েলফেয়ার সোসাইটিতে তার প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান। সোসাইটির পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব হ্যাম রেডিওর সঙ্গে যোগাযোগ করা হয় মহিলার পরিচয় ও ঠিকানা খুঁজে বার করার জন্য। গোটা বিষয়টি সংস্থার পক্ষ থেকে জানানো হয় কাকদ্বীপ থানাতে। খবর পাওয়ার সাথে সাথে হ্যাম রেডিও নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে মহিলার বাড়ি খুঁজে বার করে স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায়। মঙ্গলবার তার পরিবারের নিকটাত্মীয়রা এবং স্থানীয় কিছু গ্রামবাসী এসে ওই মহিলাকে কাকদ্বীপ থেকে তাকে ফিরিয়ে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে মহিলার নাম সুনিতা দেবী ঝাড়খণ্ডের বাসিন্দা তিনি। স্বামীর নাম শুকরা মুন্ডা। তিন সন্তান রয়েছে তাঁর। নিজের মায়ের কাছে তিনি থাকতেন। পাঁচ বছর আগে যখন ওনার বাবা মারা যান তখন থেকেই ওনার মানসিক সমস্যা দেখা যায়। চিকিৎসাও শুরু হয় । চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। তবে তার মধ্যে দুই একবার তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন আবার একা একা ফিরেও এসেছিলেন। কিন্তু গত তিন মাস আগে হঠাৎই সন্ধ্যা বেলা বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
অন্যদিকে ডেভিড সেমুয়েল নামে একজন ছাত্র পশ্চিম মেদিনীপুরের ইট কাটা জঙ্গলমহলে তার বাড়িতে চলতি মাসের ৩ তারিখ একজন ভবঘুরে মানুষকে আশ্রয় দেন। হ্যাম সূত্রে খবর ওই ব্যাক্তি নিজের বাড়ির ঠিকানা মনে করতে না পারায় ওই ছাত্র হ্যামের সাথে যোগাযোগ করে। ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, তারা নিজেদের নেট ওয়ার্কিংকে কাজে লাগিয়ে জানতে পারেন যে তার বাড়ি রিভা জেলা মধ্যপ্রদেশে। ১৭ বছরের বেশি সময় ধরে নিখোঁজ রাজেন্দ্র কল। তার বাড়িতে তিন ছেলে এবং বউ বর্তমান। কাজের সূত্রে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তারপর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। হ্যামের পক্ষ থেকে জানান হয়েছে ওই ব্যাক্তির সাথে পরিবারের লোকেদের ভিডিও কলে দোখানো হলে তিনি তাদের চিনতে পারেননি। তবে হ্যামে পক্ষ থেকে রিভা জেলার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে প্রশাসনের উদ্যোগে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাবস্থা করা হয়েছে।
HAM
হ্যামের সহায়তায় বাড়ি ফিরলেন দুইজন
×
Comments :0