মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া। ২০২৩ এ গুজরাটের বদলা নীতে মরিয়া রোহিত ব্রিগেড। গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়েছে ভারত। দুবাইয়ে স্পিনাররা নিজেদের জাত চেনাচ্ছেন। মঙ্গলবারও তাই চার স্পিনার নিয়েই মাঠে নামবে রোহিতের দল। গত ম্যাচে বরুণ চক্রবর্তী দারুণ পারফরম্যান্স করেছিলেন। দুর্ধর্ষ ট্রাভিস হেডকে রুখতে কুলদীপ , বরুণ ও জাদেজার উপরেই ভরসা রাখবেন গৌতম। ভারতের লক্ষ্য থাকবে প্রথমে ব্যাট করে অন্তত ৩০০ র বেশি রান করার। তাহলে দ্বিতীয় ইনিংসে স্পিনারদের সাহায্যে অস্ট্রেলিয়াকে নাগপাশে বাঁধতে পারবে ভারত। বেশি কয়েকবছর আইসিসির প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। আইসিসির প্রতিযোগিতায় সর্বোচ্চ ট্রফি জেতা দুই দেশ আজ একে অপরের মুখোমুখি হবে। সিনিয়র পুরুষ ও মহিলা দল এবং অনুর্ধ ১৯ পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট ২৭টি আইসিসি ট্রফি আছে অস্ট্রেলিয়ার কাছে। অন্যদিকে তার ঠিক পরেই মোট ১২টি আইসিসি ট্রফির অধিকারী ভারত।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - রোহিত, গিল , বিরাট, শ্রেয়াস, অক্ষর, রাহুল, হার্দিক, জাদেজা, কুলদ্বীপ, শামি , বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্রথমএকাদশ -
হেড, কুপার, স্মিথ, লাবুশেখনে, ইংলিশ, অ্যালেক্স ক্যারি, ম্যাক্সওয়েল , দ্বর্শুনুস, নাথান এলিস, এডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
Comments :0