Donation Samapti Kole

টিফিনের খরচ বাঁচিয়ে অর্থ সাহায্য একাদশ শ্রেণির ছাত্রী সমাপ্তির

জেলা

Donation

সারা ভারত খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় দশম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে হাওড়ার শরৎ সদনে। সেই উপলক্ষে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে অর্থ সংগ্রহে নেমেছে বাম গণসংগঠন সমূহের সদস্যরা। সেই অর্থ সংগ্রহ যখন চলছিল সেই সময় সম্মেলনের জন্য টিফিনের খরচ বাঁচিয়ে একাদশ শ্রেণির ছাত্রী সমাপ্তি কোলে অভ্যর্থনা সমিতিকে এক হাজার টাকা সাহায্য করলেন। এদিন সে তার উদয়নারায়নপুরের পাঁচারুলের কাঁকরাইলে নিজের বাড়িতে সেই টাকা তুলে দেন সমাপ্তি।

সমাপ্তি নিজে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় পদক জয়ী। কর্ণাটক রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশন আয়েজন করেছিল এক আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিমোগা নামক শহরে। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল গত বছরের ১৯ ও ২০ আগস্ট। এই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নেয় নেপাল, জাপান, আমেরিকা, শ্রীলঙ্কা ও ভারতের মতো দেশগুলো। এহেন ক্রীড়া অনুষ্ঠানে মোট ২,৮০০ প্রতিযোগী অংশ নেন। এদের মধ্যে রৌপ্য পদক জয় করে নেয় সমাপ্তি কোলে।

Comments :0

Login to leave a comment