BHUTNI LEFT fRONT

বন্যায় ভেসে যাওয়া ভুতনিতে বামফ্রন্ট নেতৃবৃন্দ

জেলা

ভুতনিতে বানভাসি এলাকায় বিপন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ।

বারবার বন্যায় ভাসছে মালদহের ভুতনির চর। মিলছে না ত্রাণ। জল নামলে রয়েছে রোগ ছড়ানোর আশঙ্কাও। রবিবার ভুতনির তিনটি গ্রাম পঞ্চায়েতে বিপন্ন মানুষের সঙ্গে কথা বললেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। 
জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র বলেছেন, ‘‘হিরানন্দপুর, উত্তর এবং দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে মানুষ বিপন্ন হয়েছেন। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারই তাঁদের পাশে সঠিকভাবে দাঁড়াচ্ছে না। আমরা ত্রাণের চেষ্টা করব সাধ্যমতো। কিন্তু জনতার প্রাপ্য দিতে হবে সরকারকেই। আমরা জনতাকে নিয়ে সেই দাবিতে আন্দোলনও গড়ে তুলব।’’
সিপিআই(এম) জেলা সম্পাদক অম্বর মিত্র ছাড়াও প্রতিনিধিদলে ছিলেন আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডে সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার ফরওযার্ড ব্লক নেতা প্রকাশ দাস, সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা, শ্যামল বসাক, আমিরুল হক প্রমুখ।
ত্রাণ নিয়ে বিজেপি-তৃণমূলের দলবাজির প্রতিবাদ করেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। অম্বর মিত্র বলেন, ‘‘এই এলাকা কেবল বানভাসিই হচ্ছে না, প্রচুর ফসল নষ্ট হচ্ছে। জীবীকা ধ্বংস হচ্ছে। তার ক্ষতিপূরণও প্রয়োজন। সব দাবি নিয়েই যাওয়া হবে জেলাশাসকের কাছে।’’
তিনি জানান মালদহের বহু চিকিৎসককে এই এলাকায় স্বাস্থ্য শিবির করার অনুরোধ জানিয়েছে বামফ্রন্ট। পিপলস রিলিফ কমিটির কাছেও আবেদন জানানো হয়েছে।  

Comments :0

Login to leave a comment