শনিবার নিজেদের সবথেকে কঠিন ম্যাচটা সম্ভবত খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। তার আগে প্রেস কনফারেন্সে এসে কোচ কিবু ভিকুনা বলেন ' কালকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা ফাইনাল ম্যাচ। আমরা জিততে চাই ' । ২০১৯-২০ মরশুমে মোহনবাগানকে আইলিগ দিয়েছিলেন কিবু। সেই দলের ফুটবলার বিক্রমজিৎ রয়েছেন ডায়মন্ড দলেও। মোহনবাগান সমর্থক প্রসঙ্গে তিনি বলেন ' মোহনবাগান সমর্থকরা কাল মাঠে এলে খুশিই হব । কারণ এটা বাংলা ফুটবলের ব্যাপার। আমরা সব আইএসএল দলকে হারিয়ে ফাইনালে উঠেছি। তবে আমাদের মধ্যে কোনো আত্মতুষ্টি নেই ' । গত বছরের ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড। এবারেও তারা ফাইনালে উঠেছে । এই প্রসঙ্গে তিনি বলেন ' আমরা কাল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামব। কাল আমরা আমাদের নিজস্ব পরিকল্পনাতেই খেলব ' । তিন প্রধান থাকলেও তার দলই ফাইনালে খেলছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে কিবু বলেন ' এটাই ফুটবল। যখন আমরা কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করলাম। তখন ইস্টবেঙ্গল, মোহনবাগান, নর্থইস্টদের সঙ্গে ছিল আমাদের নাম। কারা ভেবেছিল যে আমরা ফাইনালে খেলব ' । এই প্রতিযোগিতায় প্রায় সব ম্যাচেই ' আন্ডারডগ ' থেকেই জিতেছে ডায়মন্ড হারবার এফসি। সেক্ষেত্রে তার দল চাপমুক্ত হয়ে খেলতে পেরেছিল। এই কথাই বলেন কিবু। ফাইনালের মোটিভেশন সম্পর্কে কুবির জবাব ' এই প্রতিযোগিতাটাই আমাদের কাছে মোটিভেশন। আক্রমণ এবং রক্ষণভাগ দুটোকে হাতিয়ার করেই আমরা জিততে চাই ' ।
প্রেস কনফারেন্সের পর অনুশীলন করে গোটা দল। বৃষ্টিভেজা যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করান কিবু। মহড়া চলতে থাকে ডায়মন্ড হারবার এফসির প্রথম ডুরান্ড ফাইনালের। গোটা ডুরান্ড কাপটাই স্বপ্নের সফরের মতই কাটছে ডায়মন্ড হারবারের কাছে। তাই এবার এই সফর শেষে শেষ গন্তব্যে পৌঁছে ট্রফি ছোঁয়ার ক্ষেত্রে স্বপ্নের সওদাগর হতে পারেন সেই কিবু ভিকুনাই।
Comments :0