ASIA CUP 2025

মঙ্গলবার এশিয়া কাপের সূচনা , ভারত নামবে বুধবার

খেলা

আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ক্রিকেট এশিয়া কাপ প্রতিযোগিতা। প্রথম ম্যাচে নামবে হং কং ও আফগানিস্তান। ভারতের প্রথম ম্যাচ আগামী বুধবার ১০সেপ্টেম্বর নামবে ভারত। তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই ( UAE )। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গত রবিবারই তাদের এশিয়া কাপের জন্য জার্সির উদ্বোধন করেছে। নতুন জার্সি পড়ে নয়া উদ্দম্যেই ফের একবার মহাদেশে দাপট দেখাতে চাইছেন সূর্যকুমার , যশস্বীরা। সর্বাধিক আটবারের চ্যাম্পিয়নরা এশিয়া কাপে প্রথমবার রোহিত -বিরাট জুটিকে ছাড়াই মাঠে নামতে চলেছে। তবে ভারতীয় এই স্কোয়াডে সূর্যকুমার  , হার্দিক পান্ড্যদের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। রয়েছেন সদ্য ইংল্যান্ড টেস্টের অন্যতম নায়ক শুভমন গিল । এছাড়াও তিলক ভার্মা , অভিষেক , শিবম দুবে , রিংকু সিংরা রয়েছেন। অর্থাৎ অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনেই নবম শিরোপা দেশে আনতে চান কোচ গৌতম গম্ভীর। আগামী বছর ঘরের মাঠেই টিটোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। তার মহড়া হিসেবেই এই প্রতিযোগিতাকে দেখছেন কোচ গৌতম গম্ভীর। আগামী ১৪সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নামবে ভারত। ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে বোলিংয়ে বুমরা , কুলদীপ , হর্ষিত রানাদের উপর দায়িত্ব থাকতে চলেছে উইকেট শিকারের ক্ষেত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বুমরা দুর্দান্ত পারফরম্যান্সে সকলেরই মন জয় করেছিলেন। এশিয়া কাপেও তাকে কেন্দ্রবিন্দুতে রেখেই রচনা করা হবে সমস্ত বোলিং আক্রমণগুলি। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাই সূর্যকুমারদের প্রথম পরীক্ষার সূচনা হতে চলেছে এশিয়া কাপে।     

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন