দুবাইয়ে প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ডের স্কোর ২৫১ রানে ৭ উইকেট। কুলদীপ, বরুণ ও জাদেজার ত্রিফলা বোলিংয়ে রান কিছুটা চেপে গেলেও নিউজিল্যান্ডের হয়ে মিচেল (৬৩ রান ) এবং ব্রেসওয়েল ( ৫৩ রান ) কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন নিউজিল্যান্ডকে। রাচিন ও কেনকে আউট করেন কুলদীপ। ফিলিপস্ ও ইয়ংকে আউট করেন বরুণ চক্রবর্তী। তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতের লক্ষ্য ২৫২ রান।
দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার পথটি গড়ে দিলেন অধিনায়ক রোহিত শর্মাই। খেললেন ৮৩ বলে ৭৬ রানের বৈদ্যুতিক একটি একটি ইনিংস। ৬২ বলে ৪৮ রানে শ্রেয়সের ইনিংসটিও মনে থাকবে। তাড়াহুড়া করতে গিয়ে হার্দিকসহ ( ১৮ রান ) বেশ কয়েকজন উইকেট হারালেও। রাহুল ( ৩৪ রান ) এবং জাদেজা করেন ( ৯ রান ) । শেষ বলে জয়ের বাউন্ডারিও এলো তারই ব্যাট থেকে। ২০২৩ এর দুঃখ ভুলিয়ে ফের একবার আইসিসিতে ৫০ ওভারের ট্রফি জিতল ভারত। এই নিয়ে মোট ৩বার।
Comments :0