স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কাজের পরিবেশ নেই। প্রয়োজনীয় আর্থিক সুবিধা বা সুরক্ষা নেই। এই অবস্থায় জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হতে পারে না।
আশা কর্মী আন্দোলনের দাবি মানার দাবি তুলে এই বক্তব্য জানালো জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ। গত বুধবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনরত আশা কর্মীদের ওপর পুলিশী নিপীড়নের ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছেন এই মঞ্চের যুগ্ম আহ্বায়ক ডাঃ ফুয়াদ হালিম ও অধ্যাপক সত্যজিৎ চক্রবর্তী।
সমন্বয় মঞ্চ বলেছে, ‘‘স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত কাজের পরিবেশ, আর্থিক সুবিধা, সুরক্ষা ও মর্যাদা ছাড়া জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী হতে পারে না। আশা স্বাস্থ্যকর্মীদের দীর্ঘদিনের বকেয়া যে দাবিগুলি রয়েছে- ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক সাম্মানিক, সঠিক সময়ে সঠিক হারে উৎসাহ-ভাতা, মাতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, ইএসআই-এর সুবিধা, কর্মরত অবস্থায় মৃত্যু ঘটলে পরিবারকে আর্থিক সহায়তা- সবগুলিই ন্যায্য দাবি।’’
উল্লেখ্য, গত বুধবার আশা কর্মী আন্দোলনের একটি অংশের আন্দোলনকে ঘিরে পুলিশি নিপীড়ন তীব্র ধিক্কারের মুখে পড়ে। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নও দাবি করেছে যে রাজ্য সরকারকে এই দাবি মানতে হবে। এই দাবি আন্দোলনরত সব আশা কর্মীর।
সমন্বয় মঞ্চ বলেছে, ‘‘মা ও শিশুর স্বাস্থ্য, কমিউনিটির স্বাস্থ্যের দেখভাল যাঁরা করেন, তাঁদের ন্যায্য দাবিগুলি রাজ্য সরকারকে অবিলম্বে পূরণ করতে হবে। আশা কর্মীদের নির্দিষ্ট কাজের বাইরে অতিরিক্ত কাজের বোঝা চাপানো বন্ধ করতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ টাকা আশা কর্মীদের জন্য সঠিক সময় ছাড়তে হবে। আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের উপর পুলিশী অত্যাচার অত্যন্ত নিন্দনীয় এবং জনস্বাস্থ্য উদ্যোগ সমন্বয় মঞ্চ তীব্র ধিক্কার জানাচ্ছে।’’
ASHA WORKERS
আশা কর্মীদের সুরক্ষা না থাকলে দুর্বল হবে জনস্বাস্থ্য, বলল সমন্বয় মঞ্চ
×
Comments :0