আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে পঞ্চম সুপার কাপ। গত বছরের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল নামবে তাদের দ্বিতীয় সুপার কাপ জয়ের লক্ষ্যে। আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান খেলবে আইলিগের তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। আইএসএলের অষ্টম ও নবম দল খেলবে একে অপরের বিরুদ্ধে। অর্থাৎ ইস্টবেঙ্গল ও কেরালা ব্ল্যাস্টারস মুখোমুখি হবে একে অপরের। হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে আইএসএলের পঞ্চম স্থানাধিকারি দল জামশেদপুর। আইএসএলের চতুর্থ স্থনাধিকারী দল নর্থইস্ট ইউনাইটেড খেলবে মহামেডানের বিরুদ্ধে। মুম্বই এবং চেন্নাই খেলবে একে অপরের বিরুদ্ধে। বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে আইলিগের চ্যাম্পিয়ন দল। ওড়িশার বিরুদ্ধে নামবে পাঞ্জাব। এফসি গোয়া খেলবে আইলিগের দ্বিতীয় স্থানাধিকারি দল ।
নিজেদের শিরোপা রক্ষা করার লড়াইয়ে নামবে ইস্টবেঙ্গল। এবারেও এই প্রতিযোগিতা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। গত বছর লাল হলুদ চ্যাম্পিয়ন হয়েছিল প্রায় ১২ বছর পর। তাই এবারেও এই শিরোপা করতে মরিয়া ইস্টবেঙ্গল।
Comments :0