হুগলী ও আরামবাগ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত দুই সিপিআই(এম) প্রার্থীর সমর্থনে রবিবার সিঙ্গুর বাজার এলাকায় এক হাজারেরও বেশি মানুষ মহামিছিলে হাঁটলেন। মিছিলের সামনে ছিলেন ওই দুই কেন্দ্রের বাম প্রার্থী মনোদীপ ঘোষ ও বিপ্লব মৈত্র। ব্যাঞ্জ বাজনা সহ লাল বেলুন, ব্যানার, পতাকায় সুসজ্জিত মিছিল ঘিরে গোটা রাস্তার দু'ধারে অসংখ্য মানুষের ভিড় ছিল। সিপিআই(এম) সিঙ্গুর দক্ষিণ ও উত্তর এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই মিছিল হয়।
মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে ২নং রতনপুর, দলুইগাছা হয়ে সিঙ্গুর নতুন বাজার, থানা ও স্কুল মোড় হয়ে সিঙ্গুর হাসপাতাল মোড়ে শেষ হয়। বাড়ি - দোকান পাট ও পথচলতি মানুষ জন এগিয়ে এসে দুই প্রার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। চুরি- দুর্নীতি রুখতে, ধর্মনিরপেক্ষতা, সংবিধান এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ও জীবন জীবিকা রক্ষার স্বার্থে বামপন্থী প্রার্থীদের জয়ী করে সংসদে পাঠানোর দাবি জানানো হয়। মিছিলে হাঁটছিলেন কেজিডি পঞ্চায়েতের এক অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি জানান, এ রাজ্যে কোন কাজের সুযোগ নেই। আমার একমাত্র ছেলে খড়্গপুর আইআইটি থেকে ট্রেনিং নিয়ে গুরগাঁওয়ে বেসরকারি সংস্থায় কাজ করে। একমাত্র ছেলে বাড়িতে থেকে রাজ্যে কোথাও কাজ করবে এমনটা আশা নেই। মিছিলে ছাত্র যুব মহিলা কৃষক - খেতমজুর শিক্ষকরা মিছিলে অংশ নেন।
উল্লেখ্য, সিঙ্গুর ব্লক এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েত কেজিডি, বলরামবাটি ও বাসুবাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীন।
Lok Sabha Election 2024
সিঙ্গুরে মহামিছিল, হাঁটলেন দুই সিপিআই(এম) প্রার্থী
×
Comments :0