Lok Sabha Election 2024

‘জয়ী’-কে জয়ী করার ডাক গ্রামীণ বালিতে

রাজ্য জেলা

দীপ্সিতা ধরের জন্ম বালি নিশ্চিন্দা অঞ্চলে। ছোট থেকে বড় হয়েছেন সেখানেই। এলাকার মানুষ তাঁকে চেনেন ‘জয়ী’ নামেই। এবারে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী। ঘরের মেয়ে এবারে নির্বাচনে জয়ী হবে। এলাকার পরিশ্রুত পানীয় জল ও নিকাশির যে দীর্ঘদিনের সমস্যা দূর করবে। এমনই বিশ্বাস নিয়ে সোমবার সকালে বালি জগাছা অঞ্চলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধরের নির্বাচনী প্রচার মিছিলে পা মেলালেন এলাকার বহু সাধারণ মানুষ। আসন্ন লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপি ও চরম দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধরকে জয়ী করার আহ্বান জানিয়ে এদিন সকালে নিশ্চিন্দা পূর্ব পাড়া থেকে একটি সুসজ্জ্বিত প্রচার মিছিল শুরু হয়। সকাল নয়টায় প্রচার মিছিল শুরু হয়ে অরুনাভ সরণী, মতি গড় কলোনি, ঘোষপাড়া বাজার, পালপাড়া, সাঁপুইপাড়া, বেলুড় স্টেশন হয়ে সাঁপুইপাড়া ষষ্ঠী তলায় প্রচার মিছিল শেষ হয়। প্রচার মিছিলের সাথে পথ হাঁটেন প্রার্থী দীপ্সিতা ধর। ঘরের মেয়ে কৃতী ছাত্রী প্রার্থী দীপ্সিতা ধরকে সামনে পেয়ে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। গত পঞ্চায়েত নির্বাচনে বালি জগাছা অঞ্চলে নির্বাচনের দিনে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী দীপ্সিতা ধর এদিন গ্রাম শহরে ঘুরে কথা বলছেন মানুষের সঙ্গে। জনতা বলছেন, নির্বাচনী বন্ডে গোপনে কর্পোরেটের টাকা পৌঁছেছে কেন্দ্রের বিজেপি সরকারের মদতে ওষুধ থেকে বিদ্যুতে দাম বাড়িয়ে জনতার ঘাড় ভেঙে আদায় হচ্ছে টাকা। এবারের নির্বাচনে বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে তার যোগ্য জবাব দিতে প্রস্তুত হচ্ছেন বালি জগাছা অঞ্চলের সাধারণ মানুষ এদিন বলেছেন প্রার্থী দীপ্সিতা ধরকে।
২০১৪ সালে মোদীর দেওয়া সেই প্রতিশ্রুতি বছরে ২ কোটি চাকরি, ১০০ দিনের কাজে দুর্নীতি, জব কার্ডের সমস্যা ছুঁয়ে গিয়েই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে নিবিড় প্রচারে। প্রার্থী দীপ্সিতা ধরের নির্বাচনী প্রচার এদিন মিছিলে পা মেলান বিশিষ্ট চিত্রশিল্পী মনীষ দেব, ছিলেন হাওড়া জেলার সিপিআই(এম) নেতৃত্ব গৌতম হালদার, দেবীপ্রসাদ ভৌমিক। 

Comments :0

Login to leave a comment