বিজেপি ১৬৩, কংগ্রেস ৬৬। সন্ধ্যা সাড়ে ছয়টায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, এটাই মধ্যপ্রদেশের ফল।
মধ্যপ্রদেশে শেষ হাঁসি হাঁসলো বিজেপি। পারলেন না কমলনাথ। ২০১৮ সালে কংগ্রেস সরকার গঠন করতে পারলেও দুই বছরের মধ্যে সেই সরকার পরে যায়। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ২২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়।
২৩০ আসনের বিধানসভায় পেয়েছিল ১১৪ আসন। বিজেপি পেয়েছিল ১০৯ আসন। পরে যদিও শিবরাজ সিং চৌহানই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
Comments :0