তপন বিশ্বাস-ইসলামপুর
উল্লেখ্য, গত বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহীকে প্রকাশ্যে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এদিন উত্তর দিনাজপুর ইসলামপুর পুলিশ জেলা সুপার জসপ্রীত সিং জানান, ঘটনার কিনারা করতে পুলিশ তৎপরতার সাথে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছি যে দুষ্কৃতীরা বিহারের দিকে পালিয়ে গেছে। অনুমান ‘সুপারি কিলার’ দিয়ে খুন করা হয়েছে। আমাদের একটি পুলিশ টিম বিহারে কাজ করছে। আমরা বিহার পুলিশের কাছে এই ধরনের কিলারদের তালিকা চেয়ে পাঠিয়েছি। সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
এদিন রাত ৮টা ৪০ মিনিট নাগাদ এই সংবাদ লেখার সময় উত্তর দিনাজপুর ইসলামপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল জানিয়েছেন, এই খুনের ঘটনায় মহ্ম্মদ মুস্থাফা নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি পান্তাপাড়া পাঞ্জিপাড়া এলাকায়। তাকে শুক্রবার আদালতে তোলা হবে বলে তিনি জানিয়েছেন।
Comments :0