Kolkata Book Fair Metro

শুরু বইমেলা, ১ ফেব্রুয়ারি বাড়তি ট্রেন মেট্রোর

কলকাতা

বৃহস্পতিবার থেকে শুরু হল ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই মেলাকে কেন্দ্র করে বইপ্রেমীদের আগ্রহের শেষ নেই। ফলত, ছুটির দিনগুলিতে ব্যাপক ভিড়ও লক্ষ্য করা যায়। এবার যাত্রীদের সুবিধায় এবং ভিড় নিয়ন্ত্রণে রবিবার বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত জানালো কলকাতা মেট্রো রেল। তবে ২৩ জানুয়ারি ব্লু ও ইয়েলো লাইনে কম মেট্রো চলবে।
মেট্রো রেল জানিয়েছে, ১ ফেব্রুয়ারি, রবিবার, ১৩০টির বদলে ১৬০টি মেট্রো চলবে।  দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম ও নোয়াপাড়া সব স্টেশন থেকেই পরিষেবা শুরু হবে সকাল ৯টায়। শহীদ ক্ষুদিরাম-দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে, শহীদ ক্ষুদিরাম-দমদমের শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৪৪ মিনিটে। তবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রুটের শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন কোন পরিবর্তন করা হয়নি। এদিকে এদিন দুপুর সাড়ে ৩ টা নাগাদ বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউচিনো, আর্জেন্টিনার লেখক গুস্তাভো ক্যানজোব্রে এবং লেখক স্বপ্নময় চক্রবর্তী সহ আর্জেন্টিনা ও ভারতের প্রতিনিধিরা। 
এবারের বইমেলার ‘থিম কান্ট্রি’ হল আর্জেন্টিনা। সল্টলেকে সেন্ট্রাল পার্কে ২২ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি প্রত্যেকদিন সকাল ১২ টা রাত ৮ টা পর্যন্ত চলবে মেলা।

Comments :0

Login to leave a comment