Migrant Worker Death

ফের রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

জেলা

সিকিমে কাজে গিয়ে মৃত্যু হল ইসলামপুরের পরিযায়ী শ্রমিকের। সরকারের চরম উদাসীনতায় রাজ্যে নেই কোন কর্মসংস্থানের সুযোগ। সংসার প্রতিপালণের তাগিদে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছের বাংলার বেকার যুবক যুবতীরা। কিছুতেই যেন থামছে না রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা। রাজ্যে কাজ নেই, শিল্প তো দূরের কথা, বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কলকারখানা। তাই পেটের টানে ভীন রাজ্যে কাজ যাচ্ছেন বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা। পেটের টানে ভিন রাজ্যে গিয়ে এবার বহুলত থেকে ফড়ে মৃত্যু হল ইসলামপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আমিরুল হক(৪০)। ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ভাগীরথগছ এলাকার বাসিন্দা তিনি। ২৩ দিন আগে তাঁর স্ত্রী সহ চার সন্তানকে একটু ভালো রাখার জন্য রাজমিস্ত্রির কাজ করতে সিকিমে গিয়ে ছিলেন তিনি। সোমবার দুপুরে কাজ করার সময় হঠাৎ বহুতলের উপর থেকে পড়ে গিয়ে আমিরুলের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে এলাকায় শোকোর আবহ তৈরি হয়। মঙ্গলবার ভোরে আমিরুল হকের দেহ বাড়িতে আনা হলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্থানীয় বাসিন্দাদের দাবি নিহতের পরিবারকে আর্থিক সাহায্য করুক রাজ্য সরকার। সংবাদিকদের মাধ্যমে তাদের বক্তব্য, আমাদের জেলা সহ রাজ্যে কোথাও কোন কল কারখানা নেই। কাজের খোঁজে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভীন রাজ্যে যেতে হচ্ছে। সেখানে গিয়ে দুর্ঘটনা সহ অন্যান্য সমস্যাতেও পড়তে হচ্ছে। মৃত শ্রমিকের পরিবার যাতে সমস্ত সরকারি সাহায্য পায় সেই দাবি তুলেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment