Migrant Worker Dies

ধূপগুড়ির শ্রমিকের মৃত্যু কেরালায়

রাজ্য জেলা

কান্নায় ভেঙে পড়েছেন মৃত শ্রমিকের পরিবার।

ভিন রাজ্যে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ধূপগুড়ি ব্লকের পূর্ব ডাউকিমারীর বাসিন্দা যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। যুবকের অকাল মৃত্যুকে গ্রাম জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সংসারে অর্থের অভাব ঘোচাতে পেটের দায়ে পাঁচ মাস আগে কেরালায় নির্মাণকাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ধূপগুড়ি পরিযায়ী শ্রমিক বিকাশ রায়(৩৫)। দুই সন্তান ও পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াইয়ে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে শেষবারের মতো বাড়িতে এসেছিলেন বিকাশ। দীর্ঘদিন ধরেই তিনি কেরালার একটি নির্মাণ সংস্থায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। বুধবার রাতে পরিবারের সঙ্গে ফোনে শেষবার কথা বলার পরই ঘটে এই দুর্ঘটনা। গভীর রাতে ওভারটাইম চলাকালীন নির্মীয়মান ভবন থেকে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে কেরালা থেকে ফোনে পরিবারের কাছে পৌঁছায় এই মর্মান্তিক খবর। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান ও বাবা-মা। বিকাশ রেখে গেলেন স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান। 
পরিজন ও গ্রামবাসীদের আক্ষেপ ও ক্ষোভ এলাকায় স্থায়ী কাজের অভাব এবং অনিশ্চিত জীবিকার কারণেই বাধ্য হয়ে বহু যুবককে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তাঁদের প্রশ্ন, পর্যাপ্ত রোজগার ও কর্মসংস্থান থাকলে কেউ কি ঘরছাড়া হতে চাইত? মোটা অর্থ উপার্জনের আশায় বাইরে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা একের পর এক প্রাণ হারাচ্ছেন বলে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।
কেরালা পুলিশের মাধ্যমে বিকাশের দেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া সম্পন্ন হলে দেহ বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে। ধূপগুড়ির এই পরিযায়ী শ্রমিক পরিবারের মৃত্যু আবারও বাংলার কর্মসংস্থানের অভাব এবং শ্রমিক নিরাপত্তার গুরুতর প্রশ্ন সামনে তুলে ধরল।

Comments :0

Login to leave a comment