রবিবার নিজের এক্সহ্যান্ডেলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘‘কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সাথে আমার এবং আমার পরিবারের ৫৫ বছরের যেই সম্পর্ক তা সম্পূর্ণ ভাবে ছিন্ন করলাম।’’ সাংবাদিকদের তিনি জানিয়েছন যে কংগ্রেস ছেড়ে তিনি ‘উন্নয়নে’ সামিল হতে চান। তার এই মন্তব্য থেকে অনেকে মনে করছেন যে তিনি শাসক শিবিরে নাম লেখাবেন।
২০০৪ এবং ২০০৯ সালে কংগ্রেসের টিকিটে মুম্বাই দক্ষিণ আসন থেকে জয়ী হন দেওড়া। ২০১৪ এবং ২০১৯ সালে ওই একই কেন্দ্র থেকে অবিভক্ত শিবসেনা প্রার্থীর কাছে তিনি পরাজিত হন।
রাজনৈতিক মহলের দাবি মহারাষ্ট্রে বিরোধী জোটের শরিক হচ্ছে শিবসেনা এবং এনসিপি। আগামী লোকসভা নির্বাচনে উদ্ধব নেতৃত্বাধীন শিবসেনা যদি মুম্বাই দক্ষিণ আসন থেকে প্রতিদ্বন্দিতা করে তবে কংগ্রেস প্রার্থী হিসাবে টিকিট পাবেন না দেওরা। সেই ক্ষেত্রে দল বদল করে ওই আসন থেকে নিজের টিকিট তিনি নিশ্চিত করতে চাইছে বলে অনেকে মনে করছেন।
Comments :0