MALLIKARJUN KHARGE MALDAH

মোদীর ‘মঙ্গলসূত্র’ প্রচার জাতিগত জনগণনা আটকাতে, সুজাপুরে খাড়গে

রাজ্য লোকসভা ২০২৪

‘‘কোনও প্রধানমন্ত্রী এত অসথ্য বলতে পারেন? বলেছিলেন সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা আদায় করব। সবার ব্যাঙ্কে ১৫ লক্ষ করে টাকা দেব। এখন আর বলেন না।’’
রবিবার মালদহের সুজাপুরে নির্বাচনী জনসভায় এই প্রশ্ন তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছোন খাড়গে। বলেছেন, ‘’১৫ লক্ষ করে টাকা মিলেছে?’’
উত্তর এসেছে, ‘না’। 
খাড়গে বলেছেন, ‘‘মোদী কেবল একটি অসত্যই বলছেন না। একের পর এক অসত্য প্রচার করে যাচ্ছেন নির্বাচনী প্রচারে। বলছেন কংগ্রেসের ইশ্‌তেহারে বলা হয়েছে সকলের বাড়ি বাড়ি খোঁজ করে ধনসম্পত্তির হিসেব হবে। কংগ্রেস সরকারে এলে সেগুলি আদায় করবে। মায়েদের মঙ্গলসূত্রও রাখবে না। মুসলিমদের বিলিয়ে দেবে।’’

পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোট ৭ মে। মালদহ উত্তর এবং দক্ষিণ, জঙ্গীপুর ও মুর্শিদাবাদে ভোট নেওয়া হবে ওি দিন। তৃণমূল এবং বিজেপি, দুই শক্তিকেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে বাম এবং কংগ্রেস। 
খাড়গে বলেন, ‘‘একে তো কংগ্রেসের ইশ্‌তেহারে আদৌ এসব কথা বলা হয়নি। বলা হয়েছে জাতিগত জনগণনা করা হবে। তাতেই ভয় পাচ্ছেন মোদী। জাতিগত জনগণনা আটকে রেখেছেন উনি। দেশের কোন অংশ কোন অবস্থায় আছে তা জানতেই এই সমীক্ষা করার কথা বলেছে কংগ্রেস। যাতে সরকারি পরিকল্পনা নেওয়া যায়। তা আটকাতেই মিথ্যা প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী।’’
মোদীর উদ্দেশ্যেই কংগ্রেস সভাপতি বলেছেন, ‘‘কংগ্রেস দেশের সরকারে থেকেছে দীর্ঘসময়। কারও মঙ্গলসূত্র কেড়ে অন্য কাউকে বিলি করা হয়নি।’’ খাড়গে বলেছেন, ‘‘বাবাসাহেব আম্বেদকরের সংবিধানকে বিজেপি মানে না। সংবিধান বাঁচাতে বিরোধী দলগুলি এক মঞ্চে এসেছে। সংবিধানে ধর্মের ভিত্তিতে কাউকে বাড়তি সুবিধা দেওয়া বা কারও থেকে সুবিধা কেড়ে নেোয়া যায় না। আবার যে বঞ্চিত তার জন্য বিশেষ ব্যবস্থাও নিতে হয়

Comments :0

Login to leave a comment