Jnu movie

ভোটের মুখে আসছে জেএনইউ বিরোধী আরও এক সিনেমা

জাতীয়

প্রায় সাড়ে তিন বছর পর, ছাত্র আন্দোলনের চাপে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আগামী ২২ মার্চ ছাত্র সংসদ নির্বাচন হবে। সেই নিয়ে চাপানউতর ও একাধিক সংঘর্ষ বেঁধেছে আরএসএস আশ্রিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে। এর মধ্যেই মঙ্গলবার, ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ নামের এক সিনেমার পোস্টার ছড়োনোয় নেট দুনিয়া চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিনেমার নির্দেশক বিনয় শর্মা। আপাতত প্রাপ্ত খবর অনুযায়ী সিনেমাতে অভিনয় করছেন সিদ্ধার্থ বোদকে, পীযূষ মিশ্র ও উর্বশী রৌতেলা সহ আরও বেশ কিছু চিত্রতারকা। লোকসভা নির্বাচনের আগে মিথ্যা প্রচার ও কুৎসা ছড়িয়ে, ‘কাশ্মীর ফাইলস’ বা ‘কেরালা স্টোরি’-র মতো এই ছবিও মানুষের মধ্যে বিভাজনের চাষ করতে ও সাম্প্রদায়িক সুড়সুড়ি দিতে তৈরি হচ্ছে। ইতিমধ্যেই বস্তার নিয়ে একটি ছবিতেও জেএনইউ’র বামপন্থার প্রতি টানকে আক্রমণ করা হয়েছে। দেশের মধ্যে প্রথম সারিতে থাকা এবং গোটা বিশ্বে গবেষণা আর পঠনপাঠনের জন্য সুপরিচিত জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করাই এই সিনেমার মূল উদ্দেশ্য। দারিদ্র ও বেকারির মতো দেশের মূল সমস্যাগুলো থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতে এই সমস্ত প্রচেষ্টা চালাচ্ছে সঙ্ঘ পরিবার ও বিজেপি’র আশ্রয়ে থাকা কিছু শিল্পী। মঙ্গলবার পোস্টার প্রকাশিত হওয়ার পর সোশাল মিডিয়ায় এমনটাই লিখছেন নেটিজেনদের একাংশ।- পিটিআই

Comments :0

Login to leave a comment