ভোটের আগের রাতে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। লোকসভায় ভোট সোমবার। রবিবার রাতে খুন হন কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামের বাসিন্দা মিন্টু শেখ। তৃণমূলের কর্মী তিনি।
পূর্ব বর্ধমানের এই এলাকা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, মিন্টু শেখ দলের কাজ সেরে রাতের বেলায় বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তিনি মাটিতে লুটিয়ে পড়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
তৃণমূল দ্রুত দায় সিপিআই(এম)’র ওপর চাপানোর চেষ্টা করেছে।
সিপিআই(এম) পূ্র্ব বর্ধমান জেলা কমিটির সদস্য তমাল মাঝি বলেছেন, পঞ্চায়েত ভোটে এখানেই পার্টি কর্মী পুলক সরকারকে তৃণমূল খুন করে। পার্টিকর্মী থেকে নেতা্রা দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া। গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকতে দায় চাপানো র চেষ্টা করছে তৃণমূল। ভোটারদের সন্ত্রস্ত করতে চাইছে।
Ketugram murder
কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের
×
Comments :0