National Highway 10

ফের অচলাবস্থা ১০ নম্বর জাতীয় সড়কের

জেলা

অবিরাম ভারি বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিমের জনজীবন। তিস্তার জল উপছে তিস্তাবাজার সংলগ্ন রাস্তার উপরে উঠে এসেছে। তিস্তার জলস্তর বৃদ্ধির কারণে দার্জিলিঙ থেকে তিস্তাবাজার হয়ে কালিম্পঙ যাবার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিকিমের সিঙতাম রংপো জাতীয় সড়কের বারডাং এলাকায় বড় আারের ধস নামার খবর মিলেছে। ফলে ১০নম্বর জাতীয় সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে ধসের মাটি পাথর সরিয়ে রাস্তা পরিষ্কারের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। বৃষ্টিতে পাহাড়ি গ্রামীণ রাস্তাগুলির অবস্থা বেহাল হয়ে পড়েছে। গ্রামীণ রাস্তাগুলি ভেঙে পড়ায় যাতায়াত দূর্বিসহ হয়ে পড়েছে। পথশ্রী প্রকল্পের অধীনে সিঙতাম টিয়াবাড়ি রাস্তাটি বৃষ্টিতে ধুয়েমুছে পরিষ্কার হয়ে গেছে। রিম্বিক লোধামা আপার লিম্বুসেবুঙ গ্রামে একটি বাড়ির রান্নাঘরের ওপর পাহাড়ের গা বেয়ে ধস নেমে আসে। তবে ধসে কোন প্রাণহানির খবর নেই। এই পরিস্থিতিতে ১০ নম্বর জাতীয় সড়ক তিস্তা চেকপোষ্ট পর্যন্ত সচল থাকলেও রাবিঝোরার কাছে তিস্তার জল রাস্তায় উঠে আসায় শিলিগুড়ি দার্জিলিঙ যোগাযোগ বর্তমানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলস্তর বৃদ্ধির কারণে নদীর জল রাস্তায় উঠে এসেছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে পরিস্থিতি অনুকূল হলেই ধস সরিয়ে রাস্তা মেরামত ও পরিষ্কারের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। যার ফলে ঝুঁকিপূর্ন যান চলাচল এড়াতে পরিস্থিতির উপর নজর রেখেছে স্থানীয় প্রশাসন। প্রশাসনের তরফে এই রাস্তা ধরে আপাতত যাতায়াত না করার জন্য বলা হয়েছে সকল যাত্রীদের। পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় ভ্রমন এড়ানোর আবেদন জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

Comments :0

Login to leave a comment