সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে চলছে শুনানী। বুধবার ছিল শুননীর দ্বিতীয় দিন। গতকাল আদালতে কেন্দ্র জানিয়েছিল সম লিঙ্গে বিবাহ শুধুমাত্র একটি ‘শহুরে অভিজাত চিন্তাধারা’। এই মন্তব্যের ভিত্তিতে বুধাবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেন সমলিঙ্গে বিবাহ নিয়ে কেন্দ্রের মন্তব্যের সপক্ষে কোনও প্রমান মেলেনি। অর্থাৎ আদালতের মতে এই মন্তব্য যুক্তি যুক্ত নয়। প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছেন বিচারপতি হিমা কোহলি, এক কে কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, পি এস নরসিমহা।
এদিন আদালতে বিশেষ বিবাহ আইন নিয়েও আলোচনা হয়। তা নিয়ে প্রবীন আইনজীবী মুকুল রোহাতগি বলেন বিশেষ বিবাহ আইনে বিবাহ বিচ্ছেদে ক্ষতিপুরণ প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন। তবে মঙ্গলবারের মতো বুধবারও সমলিঙ্গে বিবাহের আইনি বৈধতা নিয়ে বিরোধিতা করে কেন্দ্র। এদিন আদালতে কেন্দ্রের আইনজীবী আরও কিছুটা সময় চেয়ে নেন বিচারপতিদের কাছ থেকে। সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান সম লিঙ্গে বিবাহ নিয়ে রাজ্য ও কেন্দ্র শাষিত অঞ্চল গুলির সঙ্গে আলোচনা চাইছে কেন্দ্রীয় সরকার। ১৮ এপ্রিল রাজ্যগুলির কাছে এই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। যদিও সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে এই প্রসঙ্গে রাজ্যের মতামতের প্রয়োজন নেই। তারপরেই হলফনামা দিয়েছে কেন্দ্র। যদিও সুপ্রিম কোর্ট কেন্দ্রের দাবি এখনও মেনে নেয়নি।
Comments :0