indian super league

আইএসএল'র দশম ডার্বিতে জয় মোহনবাগানের

খেলা

আইএসএল'র ডার্বিতে ফের জয় মোহনবাগানের। ২ মিনিটের মাথায় জেমির একমাত্র গোলে জয় পেলো মোহনবাগান। প্রথমার্ধের শেষ দিকে মোহনবাগান বক্সে আশীষ রাইয়ের হাতে লাগলেও পেনাল্টি থেকে বঞ্চিত হল লাল হলুদ। ৬৪ মিনিটে লিস্টনকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের সৌভিক। লড়াই করেও গোল করতে ব্যর্থ ইস্টবেঙ্গল। ম্যাচ জিতে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহনবাগান। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে থাকল ইস্টবেঙ্গল।

গুয়াহাটির ডার্বিতে এগিয়ে মোহনবাগানে। ২মিনিটের মাথায় আশীষ রাইয়ের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। প্রথমার্ধের শেষ দিকে মোহনবাগান বক্সে আশিস রাইয়ের হাতে বল লাগলেও পেনাল্টি থেকে বঞ্চিত হল লাল হলুদ।

Comments :0

Login to leave a comment