CPIM UTTAR DINAJPUR CONFERENCE

উত্তর দিনাজপুরে জেলা সম্পাদক ফের আনুয়ারুল হক

জেলা

আনোয়ারুল হকের সঙ্গে রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য পলাশ দাস ও জীবের সরকার।

সিপিআই(এম)   উত্তর দিনাজপুর জেলা ২৪তম সম্মেলন থেকে পুনরায় সম্পাদক নির্বাচিত হলেন আনুয়ারুল হক।
মোট চল্লিশ জনের জেলা কমিটি গঠিত হলো।
সব থেকে কনিষ্ঠ প্রতিনিধি ছিলেন গৌরব করণ (২৩) 
সব থেকে বয়ষ্ক প্রতিনিধি ছিলেন অসিত ঘোষ মজুমদার (৭১)।

Comments :0

Login to leave a comment