Teesta Sitalvad case

বিচারপতিদের মত পার্থক্যে সুপ্রিম কোর্টেও স্বস্তি মিলল না তিস্তার

জাতীয়

তিস্তা শীতলদবাদকে ‘অবিলম্বে আত্মসমর্পণ’ করতে হবে শনিবার গুজরাট আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করলেও সেখানেও স্বস্তি মিলল না। সু্প্রিম কোর্টের দুই বিচারপতির মধ্যে সমাজকর্মী তিস্তাকে স্বস্তি দেওয়া নিয়ে মত পার্থক্য দেখা দেয়। ফলে সেই মামলা আপাতত গেল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরের বেঞ্চে পাঠান হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস ওকা ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে তিস্তা শীতলবাদ গ্রেপ্তারি থেকে স্বস্তি চাওয়ার আবেদন করেন।


২০০২’র গুজরাট গণহত্যার ঘটনায় তিস্তা শীতলবাদের বিরুদ্ধে প্রতক্ষ্যদর্শীদের ভুল বয়ান দেওয়া ও তথ্য জালিয়াতির অভিযোগ এনেছে গুজরাট এটিএস। সেই অভিযোগের ভিত্তিতেই তিনি গ্রেপ্তার হন এবং দীর্ঘ কয়েকমাস গুজরাটের সবরমতি জেলে থাকতে হয় তাকে। এরপরেও গুজরাট আদালত বারবার তাঁর জামিনের আবেদন খারিজ করে। পরে তিনি সুপ্রিমকোর্টে অন্তরবর্তীকালিন জামিনের আবেদন করেন। গত বছর সেপ্টেম্বরে সুপ্রিমকোর্ট সেই আবেদন মঞ্জুর করে। সুপ্রিম কোর্টের অন্তরবর্তীকালিন জামিনের পরে ফের গুজরাট আদালতে সাধারণ জামিনের আবেদন করেন তিস্তা। শনিবার সেই আবেদনের ভত্তিতে শুনানী হলে তা খারিজ করে দেয় গুজরাট আদালত। উপরুন্তু তাঁকে অবিলম্বে আত্ম সমর্পনের নির্দেশ দেয় গুজরাট আদালত

Comments :0

Login to leave a comment