General election

রাজ্যের ৪২ কেন্দ্রকে পর্যবেক্ষক দিয়ে মুড়ে দিতে চাইছে কমিশন

জাতীয় রাজ্য

লোকসভা নির্বাচনের সূচি যেদিন ঘোষণা হবে, তার পরের দিনই রাজ্যে আসবেন ৪২ জন আয়-ব্যয় পর্যবেক্ষক। রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রেই পৌঁছে যাবেন তাঁরা। প্রথম দিন থেকেই আয়-ব্যয় সংক্রান্ত সমস্ত তথ্যে নজরদারি চালাবেন তাঁরা। যত দিন না নির্বাচন শেষ হচ্ছে, তত দিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। এর পাশাপাশি ৪২ জন সাধারণ পর্যবেক্ষক এবং ৪২ জন পুলিশ পর্যবেক্ষক আসবেন প্রত্যেক কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগের দিন। ভোট শেষ না হওয়া পর্যন্ত তাঁরাও থাকবেন এই রাজ্যে। এক জন বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং এক জন বিশেষ পুলিশ পর্যবেক্ষকও এই রাজ্যে আসবেন ভোটের সূচি ঘোষণা হওয়ার কিছু দিনের মধ্যেই। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্যে আরও অনেক পর্যবেক্ষককে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন পর্যবেক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ফেলেছে। তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে, শুধু শুধু ঘুরে বা বসে থেকে কোনও কাজ নয়, একেবারে বুথে গিয়ে এবং বুথ স্তরে সব কিছুকে পর্যবেক্ষণ করতে হবে। এর জন্য পর্যবেক্ষকদের গাড়িতে জিপিএস সিস্টেম লাগানো থাকবে, যাতে নির্বাচন কমিশন খুব সহজেই দিল্লিতে বসে তাঁদের গতিবিধির উপর নজর রাখতে পারে। যে সমস্ত পর্যবেক্ষক পশ্চিমবঙ্গে আসবেন, তাঁদের সাধারণ মানুষের সঙ্গে কথা বলার নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেক পর্যবেক্ষককে তাঁর কাজের এলাকায় গিয়ে পৌঁছানো মাত্রই সাধারণ মানুষের কাছে নিজের দূরভাষ ও যোগাযোগের নম্বর জানিয়ে দিতেও বলা হয়েছে। আরও জানা গিয়েছে, রাজ্যে মোট যে ৮০৪৫৩টি বুথ আছে, তার মধ্যে ৫২ শতাংশ বুথে এবার ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সুত্রে খবর, এই সংখ্যা ভোটের সময়ে বাড়তেও পারে। বাকি বুথগুলিতে যেখানে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে না, সেখানে সিসিটিভি, ভিডিওগ্রাফি এবং মাইক্রো অবজার্ভার রাখা হবে।

Comments :0

Login to leave a comment